পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়

 


মোহাম্মদ আলীর পায়ে বল লাগতেই আবেদন মুখর সবাই। আঙুল তুলে দিলেন আম্পায়ারও।

শেষ চেষ্টা হিসেবে তখন রিভিউ নেওয়ার ইঙ্গিত দিলেন আলী। কিন্তু বোলার মেহেদী হাসান মিরাজ নিশ্চিত, আউট হয়ে গেছেন ব্যাটার। সতীর্থদের ভরসা জুগিয়ে আম্পায়ারের কাছ থেকে ক্যাপ নিতে এসেও দিলেন একই বার্তা।

তখন মিরাজের চোখেমুখে উচ্ছ্বাস, দারুণ কিছু করে দেখানোর তৃপ্তিও। ঐতিহাসিক জয়ের জন্য তাদের যে তখন কেবল আনুষ্ঠানিকতাই বাকি। তীব্র আকাঙ্ক্ষা, জয়ের জন্য ক্ষুধা ও মনোযোগ; একটি স্মরণীয় মুহূর্তের সাক্ষী করেছে মিরাজদের, আনন্দে ভাসিয়েছে নানা বিপদের ভেতর দিয়ে যাওয়া দেশকেও। মিরাজের হাসিতেও হয়তো থেকেছে তারই ছাপ।

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের মাটিতে এবারই প্রথম ১০ উইকেটে হারল পাকিস্তান।

Post a Comment

0 Comments